নিজস্ব প্রতিনিধি:-পুজোর আগে জমানো টাকা তুলতে পারছেননা গ্রাহকেরা ।প্রতিবাদে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মেমারির ‘গোপ গন্তার ইউনিয়ন কো-অপারেটিভ এগ্রিকালচার সোসাইটি’তে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। এমনকি অবসরকালীন সুবিধা পাওয়া থেকেও সমবায়ের কর্মীর পরিজনরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। যদিও সমবায় কর্তৃপক্ষ সমবায়ের আর্থিক দূরাবস্থার কথা স্বীকার করে নিয়েই দায় এড়িয়েছেন।
গোপ গন্তার সমবায়ের পরিচালনার সমিতির পক্ষ থেকে বলা হয় বিভিন্ন ব্যাপারে সমবায় সমিতি তাঁদের সদস্যদের ঋণ দিয়ে থাকে।ঋণ বাবদ সমবায় সমিতির সদস্যদের দেওয়া প্রায় ৫ কোটি টাকা অনাদায়ী হয়ে রয়েছে। সেই টাকার সুদও নিয়মিত পাওয়া যাচ্ছে না । সুদ নিয়মিত পাওয়া গেলে আমানতকারীদের টাকা দেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকবে না।
বৃহস্পতিবার গোপ গন্তার ইউনিয়ন কো-অপারেটিভ এগ্রিকালচার সোসাইটি’তে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। অনেক আমানতকারি তাঁদের জমানো টাকা পুজোর মুখে তুলতে না পেরে অসুবিধার মধ্যে পড়েছেন ।