Type Here to Get Search Results !

নাকা চেকিংয়ে বড়োসড়ো সফলতা অর্জন করল বীরভূম জেলা পুলিশ


শুভময় পাত্র, বীরভূম:- নাকা চেকিংয়ে (Naka Checking)এক বড়োসড়ো সফলতা অর্জন করল বীরভূম জেলা পুলিশ (Birbhum Police)। বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশ প্রশাসনের নাকা চেকিং কর্মসূচি। তেমনই এক কর্মসূচি কালে বীরভূম জেলা পুলিশের হাতে ধরা পড়লো দুই দুষ্কৃতী। 

শুক্রবার মধ্যরাতে বীরভূমের দুবরাজপুর (Dubrajpur) থানার গরগরা ৬০ নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর থানার পুলিশ নাকা চেকিং চালানোর সময় সন্দেহভাজন একটি স্করপিও গাড়ি কে আটক করে। সন্দেহভাজন ওই দুই ব্যক্তির কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ ৩০ হাজার টাকা নগদ ও বেশকিছু মোবাইল উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। 

পরে পুলিশ সূত্রে জানা যায়, এরা দুজনেই ঝাড়খণ্ডের কুখ্যাত দুষ্কৃতী। গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে । নাকা চেকিংয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায় দুজন। এদের দু'জনকে দুবরাজপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে দুবরাজপুর থানার পুলিশ। 

আরো পড়ুন:- দিওয়ালির দিন বাজারে আসতে চলেছে Jio Phone Next 

এই ঘটনায় আরও কতজন যুক্ত আছে এবং কি উদ্দেশ্য নিয়ে তারা বেরিয়েছিল আগ্নেয়াস্ত্র নিয়ে, সেই সমস্ত দিকের উপর ভিত্তি করে বিশেষ তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad