সোমনাথ মুখার্জি,অন্ডাল :- অন্ডালে পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায় বছর ৬৫-র করণবীর দাস অন্ডালের বাবুসোল এলাকায় থাকতেন ।স্থানীয় বাসিন্দা কুন্তল চক্রবর্তী জানান , বহুদিন আগেই স্ত্রী গত হয়েছেন একমাত্র সন্তানও থাকেন না বৃদ্ধ একাই থাকতেন এখানে। এ অবস্থায় কিছুদিন যাবৎ তিনি তার মেয়ের বাড়ি গিয়েছিলেন, সেখান থেকেই গতকাল অন্ডালের বাড়িতে ফিরে এসেছেন এবং আজ সকালে এলাকার বুড়িরবাঁধ নামের একটা পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয় ।
এদিন স্থানীয়রা পুকুরে মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
আরোপড়ুন:- BDA এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ জমি মালিকদের
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মানসিক অবসাদে একাকীত্বের জন্যই আত্মহত্যা করেছেন বৃদ্ধ । তবে এটা আত্মহত্যা না অন্য কিছু সবকিছুর তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।