Type Here to Get Search Results !

৬৮ বছর পরে টাটার ঘরে ফিরল এয়ার ইন্ডিয়া,১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়া কিনল TATA Sons


ওয়েবডেস্ক:-এয়ার ইন্ডিয়া ৬৮ বছর পরে আবার টাটা সন্স -এ ফিরে এলো । এর জন্য, সরকারের তরফ থেকে  দরপত্র আহবান করা হয়েছিল , সর্বোচ্চ বিড করা হয়েছিল টাটা সন্স এর তরফ থেকে। টাটা সন্স ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়া কিনে নিল । 

এই মাসের শুরুর দিকে, টাটা সন্স এবং স্পাইসজেটের চেয়ারম্যান অজয় সিং উভয়েই দরপত্র জমা দিয়েছিল এয়ার ইন্ডিয়া কিনতে। দুই সংস্থার মধ্যে কড়া প্রতিযোগিতার পর অবশেষে এয়ার ইন্ডিয়ার মালিকানা টাটার কাছেই গেল৷ এর পরই টুইট করে উচ্ছাস প্রকাশ করেন রতন টাটা৷ লেখেন, ‘ওয়েলব্যাক এয়ার ইন্ডিয়া৷’

গত সপ্তাহে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়ায়, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের দরপত্র সরকার অনুমোদন করেছে৷ টাটা সন্সের দেওয়ার দরপত্রটি সরকার অনুমোদন করেছে৷ যদিও ওই খবর তখন খারিজ করে দেয় কেন্দ্রীয় সরকার৷ জানায়, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ নিয়ে যে খবর প্রচারিত হয়েছে তা ভুল৷ কিন্তু আজ শুক্রবার সরকারই জানিয়ে দেয়, ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটারাই৷

অধিগ্রহণের পর টাটারা এয়ার ইন্ডিয়ার কোনও কর্মীকে অন্তত একবছর ছাঁটাই করতে পারবে না৷ এক বছর পরেও যদি কাউকে ছাঁটাই করা হয় তাহলে ওই কর্মীকে ভিআরএস নিতে বলা হবে৷এছাড়াও সবাই পিএফ, গ্র্যাচুইটি ও মেডিক্যালের সুযোগ পাবেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad