ওয়েবডেস্ক:-আজ ভারতীয় বায়ুসেনা দিবস। ১৯৩২ সালের ৮ অক্টোবর ভারতীয় বিমান বাহিনী গঠন করা হয়। দেশের সুরক্ষায় স্থলবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ভারতীয় বায়ুসেনা। প্রতি বছর ৮ অক্টোবর পালিত হয় ভারতীয় বায়ুসেনা দিবস (The Indian Air Force Day)। এই বছর ভারতীয় বিমান বাহিনী (IAF) ৮৯তম বায়ুসেনা দিবস পালন করছে। দেশের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং মিশনে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেছে ভারতীয় বিমান বাহিনী। ব্রিটিশ রাজত্বেই প্রথম প্রতিষ্ঠা করা হয় ভারতীয় বায়ুসেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এই বিমান বাহিনী।
ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমদিকে এর নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পরেও প্রথমদিকে এই এই নামই বজায় ছিল। ১৯৫০ সালে 'ডমিনিয়ন অফ ইন্ডিয়া' থেকে 'রিপাবলিক অফ ইন্ডিয়া'য় পরিবর্তিত হওয়ার সময় রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স থেকে রয়্যাল নামটি বাদ যায়। ভারতীয় বায়ুসেনার নাম হয় ইন্ডিয়ান এয়ার ফোর্স।
1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতীয় বিমান বাহিনী 5 টি যুদ্ধে অংশ নিয়েছিল ছিল। এর মধ্যে রয়েছে 1948, 1965, 1971 এবং 1999 সালে পাকিস্তানের বিরুদ্ধে। ভারতীয় বিমান বাহিনী 1962 সালে চীনের বিরুদ্ধে যুদ্ধও করেছে। ভারতীয় বিমান বাহিনীর অন্যান্য বড় অপারেশনের মধ্যে রয়েছে অপারেশন বিজয়, অপারেশন মেঘদূত, অপারেশন ক্যাকটাস, অপারেশন পুমালাই, বালাকোট এয়ার স্ট্রাইক।
প্রতি বছরের মতো এবারও এই দিনটি গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে আড়ম্বরপূর্ণভাবে পালিত হচ্ছে।৮৯তম ভারতীয় বায়ুসেনা দিবসে মহান বায়ুসেনা যোদ্ধা ও তাঁদের পরিবারকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি অভিনন্দন জানিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ,উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ইন্ডিয়ান এয়ারফোর্সকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। মোদী টুইটে লিখেছেন, 'ভারতীয় বিমান বাহিনী সাহস, পরিশ্রম এবং পেশাদারিত্বের সমার্থক। কঠিন চ্যালেঞ্জের সময়ে তাঁরা দেশ রক্ষায় এবং তাঁদের মানবিক চেতনার মাধ্যমে নিজেদের আলাদা করেছে।'
অন্যদিকে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটে লিখেছেন, 'বিমান বাহিনী দিবসে বিমান যোদ্ধাদের এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা। গোটা দেশ ভারতীয় বিমান বাহিনীর জন্য গর্বিত। বারবার নিজেদের প্রমাণ করেছে বায়ুসেনা। আমি নিশ্চিত ইন্ডিয়ান এয়ারফোর্স তাঁদের শ্রেষ্ঠত্ব বজায় রাখবে।'
বায়ুসেনাকে অভিনন্দন জানিয়ে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু টুইটে লিখেছেন, 'যুদ্ধ হোক বা শান্তি, আমাদের বিমান যোদ্ধারা সবসময় তাঁদের সাহস, পেশাদারিত্ব এবং শ্রেষ্ঠত্বের মাধ্যমে দেশকে গর্বিত করেছে। এই ডানাওয়ালা যোদ্ধারা দেশের গৌরব বয়ে আনুক।'
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটে লিখেছেন, 'বিমানবাহিনীর জন্য গর্বিত। দেশের সেবায় নিয়োজিত থাকতে ও বিভিন্ন বিভিন্ন চ্যালেঞ্জের জবাব দিতে অবিচল তাঁরা।'