নীলেশ দাস ,আসানসোল :- তৃতীয় আন্তর্জাতিক চিত্রশিল্পী উৎসব ২০২১ শুরু হলো আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে,এবারের বিষয় বৈশ্বিক উষ্ণতা ও প্রকৃতি। দু'দিন ব্যাপী চলবে এই চিত্র প্রদর্শনী। শনিবার সন্ধ্যায় থার্ড আই নামে এক সংস্থার পক্ষ থেকে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হল আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে। এদিন রবীন্দ্রভবনে সংস্থার পক্ষ থেকে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন। এই চিত্র প্রদর্শনী তে ১২ টি দেশের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেছে বলে জানানো হয় সংস্থার পক্ষ থেকে। যে সমস্ত শিল্পীরা তেমনভাবে প্রচারের আলোয় আসে না , মূলত তেমনি চিত্র শিল্পীদের নিয়ে কাজ করে এই সংস্থা বলে জানান সংস্থার সভাপতি অংশুমান সাহা।
শনিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পাশাপাশি বিদ্যাসাগর আর্ট গ্যালারির ফিতে কেটে উদ্বোধন করেন। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেড কোয়াটার অংশুমান সাহা বলেন, গ্রাম বাংলার পিছিয়ে পড়া মূলত শিল্পীদের নিয়ে ২০১৮ সালে এই সংস্থা পথ চলা শুরু করে ।
আরোপড়ুন:- রাতের বিধি-নিষেধ বলবৎ করতে তৎপর হলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ
এখন ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও এই সংস্থার মেম্বার রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জাগায় এই সংস্থা চিত্র প্রদর্শনী করে থাকে। আসানসোল শহরেও এই প্রদর্শনী শুরু হলো। দু'দিন ধরে এই প্রদর্শনী চলবে। কোভিডের কারনে বিদেশের শিল্পীরা ভারচুয়ালি অংশ নিয়েছেন। এছাড়াও নেপাল থেকে প্রদর্শনীতে ফিজিক্যাল অংশ নিয়েছেন শিল্পীরা বলে জানান তিনি।