ওয়েবডেস্ক:- কয়েক দিন আগেই সুন্দরবনের মৎসজীবীদের জালে ধরা পড়েছিল প্রায় ৮০ কেজির তেলিয়া ভোলা মাছ। ৭৮ কেজির মাছটি বিক্রি হয় ৩৭ লক্ষেরও বেশি টাকায়। এ বার ৩৩টি তেলিয়া ভোলা মাছ উঠল দিঘার একটি ট্রলারে। এই মাছের কল্যাণে ট্রলার মালিক রাতারাতি কোটিপতি বনে গিয়েছেন।
সম্প্রতি গোসাবা সোনারগাঁ থেকে একদল জেলে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ৭৮ কেজি ৪০০ গ্রাম ওজনের তেলিয়া ভোলা মাছ পান৷ সেই মাছ ৩৭ লক্ষ ৫৩ হাজার টাকায় বিক্রি হয়েছে৷কোনও বিরল ওজনের মাছ এত দামে এর আগে বিক্রি হয়নি বলে জানিয়েছিলেন আড়তদাররা।
আরো পড়ুন:- মুক্তি পেল অহন শেঠির ডেবিউ ছবি Tadap এর ট্রেলার
এদিকে দিঘা মোহনার মাছ বাজারে সেগুলি নিয়ে আসতেই ভিড় জমান অন্যান্য মৎস্যজীবীরা। উৎসুক পর্যটকরাও খবর পেয়ে চলে আসেন। প্রতিটির দাম গড়ে ৩ লক্ষ। খবর ছড়িয়ে পড়তেই আড়তে আসা ব্যবসায়ী-মৎসজীবীদের হুড়োহুড়ি পড়ে যায়৷ মাছ নিয়ে দরাদরিও হয়৷ ‘মাছগুলি নিলামে প্রতি কেজি প্রায় ১৩ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এই মাছের বিভিন্ন অংশ চিকিৎসা-সহ নানা কাজে ব্যবহৃত হয় বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।