শুভময় পাত্র,বীরভূম :- অজয় নদের জলোচ্ছ্বাসে ভেঙে পড়ল ইলামবাজারের নির্মীয়মান ব্রিজের নিচে তৈরি অস্থায়ী বিশাল আকারের লোহার কাঠামো। গত দুদিনের টানা বৃষ্টিতে যেমন একদিকে নাজেহাল সাধারণ মানুষ। তেমনি অন্যদিকে অজয় নদের জল বেড়ে যাওয়ায় রীতিমতো আতঙ্কিত নদীর তীরবর্তী গ্রাম গুলির গ্রামবাসীরা। বীরভূম ও বর্ধমানের সংযোগকারী যে ব্রিজ ইলামবাজারে নতুন তৈরি হচ্ছে বোলপুর দুর্গাপুর রোড এর উপর সেখানেই দেখা গেল এই বিপত্তি।
প্রায় তৈরি হয়ে যাওয়া নতুন এই ব্রিজ এর নিচে যে লোহার খাঁচা তৈরি করা হয়েছিল ব্রিজ নির্মানের কাজে সুবিদার জন্য আজ সেই লোহার খাঁচা অজয় নদের জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। অজয়ের জলোচ্ছ্বাস বাড়ার সাথে সাথে স্থানীয় বেশকিছু দোকানেও ইতিমধ্যেই জল ঢুকে পড়েছে। নদী তীরবর্তী লোকজন নিরাপদ আশ্রয়ে ইতিমধ্যেই যেতে শুরু করে দিয়েছেন।
প্রশাসন ও পঞ্চায়েত থেকে লোকজন গিয়ে গ্রামবাসীদের কে সরিয়ে নিয়ে আসছেন নিরাপদ আশ্রয়ের দিকে। যেভাবে অজয় নদের জলোচ্ছ্বাস বেড়ে চলেছে তাতে রীতিমতো আতঙ্কিত আশেপাশের গ্রামের লোকজন। কারণ এই মুহূর্তে একরকম বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে অজয় নদের জল।