সোমনাথ মুখার্জী, অন্ডাল :- গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয় অস্ত্র সহ এক ব্যাক্তি কে পাকড়াও করল অন্ডাল থানার পুলিশ। তার কাছ থেকে দুটি আগ্নেয় অস্ত্র পাওয়া যায়।পুলিশ সূত্রের খবর অন্ডাল থানা অন্তর্গত নব কাজোরা ৪নম্বর ই সি এল আবাসনে দু'জন আসামের ব্যক্তিকে আটকে রাখা হয়েছে। পুলিশের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে সেখানে হানা দিয়ে ধরে ধৃতকে,উদ্ধার করা হয় আসামের দু জন বাসিন্দা কে ।
পুলিশ সূত্রে জানা যায় আসামের দুই ব্যক্তি ধৃতের সঙ্গে জেসিবি পকলেন মেশিন লেনদেন করার জন্যই আসাম থেকে অন্ডাল আসেন। সেই সুযোগ নিয়ে দু'জনকে ই সি এলএর আবাসনে আটকে রাখে ধৃত বলে জানা গেছে। ধৃতের নাম ধীরাজ সিং, বয়স ৩০ বছর। বাড়ি নব কাজোরা এলাকায়। উদ্ধার হওয়া আসামের দুই ব্যক্তি হলেন বিট্টু ছেত্রী ও সাবির শাহজাদ আহমদ। ধৃতকে আজ আদালতে তোলাহয়।