বিডিও আলি মহ: ওয়ালি উল্লাহ জানান, নির্বাচন কমিশনের আদেশানুসারে সারা বছর নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী সচেতনতা করে থাকি। যেটা SVEEP এর একটি অঙ্গ। আজও আমরা শিক্ষক দিবস পালন করলাম। আজ ব্লকের বহু শিক্ষক মহাশয়দের আমন্ত্রণ জানানো হয়েছিল। শিক্ষক মহাশয়দের সংবর্ধিত করা হয় এদিনের অনুষ্ঠানে।
মেমারি-১ ব্লক নির্বাচন দপ্তরের উদ্যোগে পালিত হল শিক্ষক দিবস
September 05, 2021
0
Tags
