প্রতিরোধ বাহিনীর তরফে করা টুইটে লেখা হয়েছে যে, 'তালিবানের পঞ্জশির দখলের দাবি মিথ্যা। লড়াই চালিয়ে যাওয়ার জন্য উপত্যকা জুড়ে গুরুত্বপূর্ণ সব জায়গাতেই ন্যাশনাল রেজিস্টান্স ফোর্স উপস্থিত রয়েছে। আমরা আফগানিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে, তালিবান ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে যতক্ষণ না ন্যায়বিচার ও স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়।
Taliban’s claim of occupying Panjshir is false. The NRF forces are present in all strategic positions across the valley to continue the fight. We assure the ppl of Afghanistan that the struggle against the Taliban & their partners will continue until justice & freedom prevails.
— National Resistance Front of Afghanistan (@nrfafg) September 6, 2021
আলি মায়েসাম নাজারির তরফে আরেকটি টুইটে দাবি করা হয়েছে যে, প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ সুস্থ ও সরক্ষিত রয়েছেন। টুইটে বলা উল্লেখ, 'আমার নেতা ও ভাই নিরাপদ এবং সরক্ষিত আছেন। খুব শীঘ্রই আমাদের জনগণকে একটি বার্তা দেবে।'
My leader and brother @AhmadMassoud01 is safe and will be giving a message to our people very soon!
— Ali Maisam Nazary (@alinazary) September 6, 2021
আরো পড়ুন:- শুটিংয়ের মাঝেই মেটালেন ভক্তদের আবদার
গত ১৫ আগস্ট বাকি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলেও পাঞ্জশির দখলে নিতে পারেনি তালেবান। রবিবার রাতে ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এনআরএফ নেতা আহমেদ মাসুদ জানান, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় তিনি প্রস্তুত। দেশের শীর্ষ নেতাদের দেওয়া এ সংক্রান্ত এক প্রস্তাবে নিজের সম্মতির কথা জানান তিনি।
