Type Here to Get Search Results !

পঞ্জশির দখলের দাবি তালিবানের


ওয়েবডেস্ক:- একটানা কয়েক সপ্তাহ ধরে পঞ্জশিরে তালিবান যোদ্ধাদের মোকাবিলায় রক্তক্ষয়ী সংগ্রাম চালাচ্ছে মাসুদের প্রতিরোধ বাহিনী। মুখে পাঞ্জশির দখলের কথা বারবার বলে চলেছে তালিবান। তবে তালিবানের সেই দাবি ওড়াচ্ছেন প্রতিরোধ বাহিনীর প্রধান।সংবাদসংস্থা এএফপি-র প্রতিবেদনে জানানো হয়েছে। পঞ্জশির সম্পূর্ণভাবেই তালিবানের দখলে। প্রতিরোধ বাহিনীর লড়াই শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে বলেই জানানো হয়েছে।বিজয়ের সংকেত হিসাবে পাঞ্জশির উপত্যাকায় উড়ছে তালিবান পতাকা। এমনকী এই পঞ্জশির গর্ভনর দফতরও তালিবান যোদ্ধাদের দখলে চলে গিয়েছে। যদিও তালিবানদের এই দাবি, ‘ভুয়ো’ বলে এক টুইটবার্তায় দাবি করেছে ন্যাশনাল রেজিস্টান্স ফোর্স অফ আফগানিস্তান।

প্রতিরোধ বাহিনীর তরফে করা টুইটে লেখা হয়েছে যে, 'তালিবানের পঞ্জশির দখলের দাবি মিথ্যা। লড়াই চালিয়ে যাওয়ার জন্য উপত্যকা জুড়ে  গুরুত্বপূর্ণ সব জায়গাতেই ন্যাশনাল রেজিস্টান্স ফোর্স উপস্থিত রয়েছে। আমরা আফগানিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে, তালিবান ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে যতক্ষণ না ন্যায়বিচার ও স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়।

আলি মায়েসাম নাজারির তরফে আরেকটি টুইটে দাবি করা হয়েছে যে, প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ সুস্থ ও সরক্ষিত রয়েছেন। টুইটে বলা উল্লেখ, 'আমার নেতা ও ভাই নিরাপদ এবং সরক্ষিত আছেন। খুব শীঘ্রই আমাদের জনগণকে একটি বার্তা দেবে।'

আরো পড়ুন:- শুটিংয়ের মাঝেই মেটালেন ভক্তদের আবদার 

গত ১৫ আগস্ট বাকি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলেও পাঞ্জশির দখলে নিতে পারেনি তালেবান। রবিবার রাতে ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এনআরএফ নেতা আহমেদ মাসুদ জানান, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় তিনি প্রস্তুত। দেশের শীর্ষ নেতাদের দেওয়া এ সংক্রান্ত এক প্রস্তাবে নিজের সম্মতির কথা জানান তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad