![]() |
ওয়েবডেস্ক :- পুনেতে অ্যাটলির ছবির শুটে ব্যস্ত শাহরুখ। সেখানেই কিং খানকে সামনাসামনি দেখতে পেয়ে একেবারে হুলুস্থুলুস কাণ্ড। শুটিং চলছিল পুনের মেট্রো স্টেশনে। চলছিল আস্ত একটা মেট্রোরেল হাইজ্যাকের দৃশ্য। কীভাবে ওই অ্যাকশন সিকোয়েন্সের শুট করবেন তিনি, দেখার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন উপস্থিত জনতা থেকে মেট্রোরেলের কর্মীরাও। সবার চোখ তখন শাহরুখের দিকে। আর শুট শেষ হওয়া মাত্র উচ্ছ্বসিত অনুরাগীরা সবাই এসে ঘিরে ফেলল কিং খানকে। বাদ যাননি মেট্রোরেলের কর্মীরাও।
সবাই তখন তার সাথে ছবি তুলতে ব্যস্ত।বিন্দুমাত্র বিরক্ত না হয়ে একে একে সবার আবদার মেটালেন। ছবি তুললেন। কাউকে অটোগ্রাফও দিলেন। পুনের মেট্রোরেলের অফিসে গিয়ে সবার সঙ্গে দাঁড়িয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দিলেন । এরপরই এক ভক্তের সারপ্রাইজে রীতিমতো আপ্লুত অভিনেতা। নিজে ডেকে তাঁর বানানো অভিনব পোস্টারে সই করে দিলেন। কিং খানের সাদা-কালো ছবির ওপর সাঁটানো বিভিন্ন নোটের নম্বরে ফুটে উঠেছে তাঁর জন্মতারিখ। আর সেই পোস্টার দেখে হতবাক কিং খান খোদ।
