নীলেশ দাস, আসানসোল:- শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে জামুবড়িয়ার শিবপুর এলাকায়।শশুর বাড়িতে গিয়ে লটারি কিনে কোটিপতি বেসরকারি নিরাপত্তাকর্মী শ্রীধর রুইদাস।আমরা বেশিরভাগ স্বপ্নে কিম্বা,ছায়াছবিতে দেখে থাকি একদিনে লটারি কেটে কোটিপতি হতে কিন্তু বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। পেশায় বেসরকারি নিরাপত্তাকর্মী শ্রীধর রুইদাস জামুড়িয়ার ১৩ নম্বর ওয়ার্ড শ্রীপুর নিশ্চিন্তা পাড়ার বাসিন্দা। জামুড়িয়ার শিবপুর এলাকায় শশুর বাড়ি এসেছিলেন তিনি।
শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ লটারি কিনেছিলেন শ্বশুর বাড়িতে গিয়ে। সেই দিনের দুপুর দেড়টা নাগাদ খবর পান তিনি লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন। তারপর তিনি আবার লটারি কাটেন, তিনি বিকেল বেলায় জানতে পারেন আরো কয়েক লক্ষ টাকার তার লটারি লেগেছে।
আনন্দে মাতোয়ারা হয়ে তিনি বিষয়টি সকলকে জানালে গোটা এলাকায় বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। শনিবার সন্ধ্যা নাগাদ জামুড়িয়া থানার পুলিশ খবর পেয়ে সুরক্ষার জন্য থানায় নিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। জামুড়িয়া পুলিশ সূত্রে খবর, যাতে শ্রীধর রুইদাস এর কোন ক্ষতি না হয়, তার জন্যই তাকে সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
