নীলেশ দাস, আসানসোল:- সেই অবৈধ দোকান পাটের বিরুদ্ধে এবার অভিযান শুরু করলো আসানসোল পৌর নিগম ও কুলটির থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই আসানসোল পৌর নিগমের কাছে অভিযোগ ছিলো কুলটির লছিপুর যৌনপল্লী এলাকায় বিনা ট্রেড লাইসেন্সে চলছে অবৈধ দোকানপাট।শুক্রবার আসানসোল পৌর নিগম ও কুলটির থানার পুলিশের একটি যৌথ দল কুলটির লছিপুর যৌনপল্লীর এলাকায় একাধিক দোকানের ট্রেড লাইসেন্স খতিয়ে দেখতে যায়। কিন্তু কয়েকটির ছাড়া অধিকাংশ দোকানেরই নেই কোন ট্রেড লাইসেন্স।
বিনা ট্রেড লাইসেন্সেই অবাধে ব্যাবসা করে যাচ্ছে যৌনপল্লী সংলগ্ন এলাকার দোকানদাররা। এদিকে ওই যৌনপল্লী এলাকার মধ্যে বিনা লাইসেন্সে কি ভাবে চলছে দোকান পাট তা নিয়েই উঠছে প্রশ্ন।
আরো পড়ুন:- কুলটিতে তৃণমূলের মিছিলে বিশৃঙ্খলা,মহিলাদের মারামারি
জানা যায় পুলিশ ও পৌর নিগমের যৌথ অভিযানের সময় ২৫০ থেকে ৩০০ টি দোকানে অভিযান চালানো হলে মাত্র দুই জনের কাছে মেলে ট্রেড লাইসেন্স। তাও তা আবার মেয়াদ উত্তীর্ণ। আর এই বিষয়েই এদিন আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, আমরা পুলিশকে বলেছি যারা বৈধ্য কাগজ পত্র ছাড়া ওই এলাকায় ব্যাবসা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলে জানান তিনি।
