নীলেশ দাস,আসানসোল:-রাজ্যের জাতীয় সড়ক ও রাজ্য সড়কে দুর্ঘটনা এড়াতে উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। রাজ্যে গত ১ লা সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পালিত হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ। যেখানে দুর্ঘটনা এড়াতে সচেতনতার প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ পালিত হলো আসানসোলে। শুক্রবার আসানসোলের হটন রোড ও সিটি বাস স্ট্যান্ডে ট্রাফিক সপ্তাহ পালন হলো পুলিশের পক্ষ থেকে। মূলত এদিন তুলে ধরেন দুর্ঘটনা কিভাবে এড়ানো যায়,পাশাপাশি কি করলে দুর্ঘটনা ঘটবে না।
আরো পড়ুন:- বিনা ট্রেড লাইসেন্সেই কুলটির লছিপুর যৌনপল্লী এলাকায় চলছে দোকান
এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলতি মানুষদের মধ্যে সচেতনতা করা হয় যেন বাইক চালানোর সময় সকল বাইক চালক হেলমেট ব্যবহার করে। পাশাপাশি রাস্তা পারাপার হওয়ার সময় যেন ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তা পারাপার করে সাধারণ মানুষও। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ চ্যাটার্জী, আসানসোল সাউথ ট্রাফিক গার্ড ওসি তাপস কুমার দুবে। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ থানার ও ট্রাফিক গার্ডের অন্যান্য আধিকারিক সহ পুলিশ কর্মীরা।
