ঘটনাটি ঘটেছে অন্ডাল (Andal) থানার অন্তর্গত দুবচুরুরিয়া মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কের পাশেই । পাম্পের কর্মী আকাশ ভিভোর জানাই, ছ-সাত জনের দুষ্কৃতী দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোজা পেট্রলপাম্পের ক্যাশবাক্সে হামলা চালায় । কর্মরত পাম্পের কর্মীদের মারধর করা হয় । ডাকাতদলের মারের আঘাতে পেট্রলপাম্পের এক কর্মী গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি।
আরো পড়ুন:- জোড়া গোল করে বিশ্বরেকর্ডের মালিক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
পেট্রোল পাম্পের মালিক সুকুমার পাণ্ডে জানান ,এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি । এমনকি ছোটখাটো চুরির ঘটনাও ঘটেনি এই পাম্পে । আজ একেবারে সশস্ত্র ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পাম্পের কর্মীদের মারধর করে ডাকাতি করে নিয়ে যায় পাম্পের ক্যাশবাক্সে থাকা ১ লক্ষ ৬ হাজার টাকার মতো । পাম্পের মালিক জানান এই ঘটনা পূর্বপরিকল্পিত হলেও হতে পারে অথবা কেউ কোনো শত্রুতার জেরেও এ ঘটনা ঘটাতে পারে । তবে জাতীয় সড়কের একেবারে পাশেই দুঃসাহসী এরকম ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ ।
