নিজস্ব প্রতিনিধি,বর্ধমান:- পূর্ব বর্ধমানের ভাতারের আইমাপাড়া গ্রামের ১৬ বছরের এক স্কুলছাত্রী ৫ দিন আগে নিখোঁজ হয়ে যায়। গত ১৯ সেপ্টেম্বর ওই ছাত্রীর বাবা ভাতার থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পারে মেয়েটি পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকায় রয়েছে। ভাতার থানার ওসি সৈকত মণ্ডলের নির্দেশে তড়িঘড়ি পুলিশের তিন সদস্যের একটি টিম বুধবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকায় পৌঁছায়। সেখান থেকে বুধবার রাতে ওই কিশোরীকে উদ্ধার করে ভাতার থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার উদ্ধার হওয়া ওই কিশোরীকে বর্ধমান আদালতে হাজির করে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরী ওড়গ্রাম চতুষ্পল্লী হাই মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্রী। পড়াশোনা না করার কারণে মা বকাবকি কড়ায় অভিমানে ১৮ সেপ্টম্বর বাড়ি থেকে পালায়। পরের দিনই ভাতার থানায় নিখোঁজ ডায়েরি করেন মেয়েটির বাবা।
আরোপড়ুন:- চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ মৃতার পরিজনদের
এরপরই পুলিশ পূর্ব মেদিনীপুর থেকে নিখোঁজ হওয়া ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। মেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। তারা ভাতার থানার পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন।
