তনুশ্রী চৌধুরী,পানাগড়:- 'রাজ্যে এখন শিল্পের নামে ইঁট পাতার সরকার চলছে।' পানাগড়ে মুখ্যমন্ত্রীর শিলান্যাশ অনুষ্ঠানকে নিয়ে এমনই মন্তব্য করলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা। বুধবার দুপুরে পানাগড়ে একটি বেসরকারি কারখানার শিল্যান্যাশ সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর শিলান্যাশ কে কটাক্ষ করে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন 'এর আগেও অনেক কারখানা উদ্বোধন হয়েছে। যেমন জনসন এন্ড জনসন নামের একটি বেসরকারি কারখার উদ্বোধন করেছিলেন পার্থ চট্টপাধ্যায় গত কয়েক বছর আগে। কিন্তু উদ্বোধনই সার। লোক দেখানো উদ্বোধন হয় শুধু। উদ্বোধনের কিছুদিন পরে কারখানার আর কিছুই খুঁজে পাওয়া যায় না। আসলে কারখানার উদ্বোধন মানে তৃণমূলের নেতাদের লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করা হয় শুধু। শিল্পের নামে এখন ইঁট পাতা সরকার চলছে রাজ্যে ' বলে মন্তব্য করেন।