নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- পথ দুর্ঘটনায় মারাত্মক জখম দুটি পথ কুকুরকে উদ্ধার করে সরকারি পশু হাসপাতালে উপযুক্ত চিকিৎসা ও ভর্তি করাতে না পারায় ডাক্তারকে ঘিরে চরম বিক্ষোভ দেখান কয়েকজন পশুপ্রেমী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লক পশু হাসপাতালে।
গত শনিবার সকালে ভাতারে দুটি পৃথক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয় দুটি পথ কুকুর। ভাতারের মুরাতিপুর দুর্ঘটনার ফলে একটি কুকুরের দুটি চোখ বাইরে বেরিয়ে আসে। খবর পেয়ে স্থানীয় পশুপ্রেমী শেখ আমির কুকুরটিকে উদ্ধার করে ভাতার ব্লক পশু হাসপাতালে নিয়ে যান। স্থানীয় পশুপ্রেমী বিশ্বজিৎ রায়ও ছুটে যান ভাতার হাসপাতালে।
সেদিন উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিশ্বজিৎ বাবু পথদুর্ঘটনায় মারাত্মক জখম দুটি কুকুরকে বাড়িতে রেখে নিজের খরচে চিকিৎসা শুরু করেছিলেন। কুকুর দুটির অবস্থা অবনতি হওয়ায় সোমবার পুনরায় ভাতার পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান পশুপ্রেমী বিশ্বজিৎ রায় তার স্ত্রী টুম্পা রায় ও শেখ আমির।
কিন্তু পশু হাসপাতালে উপযুক্ত চিকিৎসা ও ভর্তি করাতে না পারায় তারা ডাক্তারকে ঘিরে চরম বিক্ষোভ দেখান। ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ভাতার পশু হাসপাতালের নানান পরিষেবা ও পরিকাঠামো নিয়ে সোমবার ভাতার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন পশুপ্রেমী বিশ্বজিৎ রায় সহ ভাতারের কয়েকজন পশুপ্রেমী।ভাতার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার বিশ্বাস বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
