ওয়েবডেস্ক:- বিশ্বব্যাপী মোবাইল ব্যবসায় নিজেদের অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেকটা এগিয়ে রাখতে পেরেছে চিনা স্মার্টফোন নির্মাতা সংস্থা Xiaomi। চলতি বছর জুনের Counterpoint-এর রিপোর্ট অনুসারে উঠে এসেছে এই তথ্য। রিপোর্টে বলা হয়েছে, Samsung, Apple-এর মতো ব্র্যান্ডের সঙ্গে বিশ্বব্যাপী মোবাইল ব্যবসায় অনেকটাই নিজেদের এগিয়ে রাখতে পেরেছে চিনা ব্র্যান্ড Xiaomi। শুধু তাই নয়, ভিয়েতনামের মতো দেশে যেখানে Samsung- এর একচেটিয়া মার্কেট, সেদেশেও করোনা পরবর্তী সময়ে নিজেদের ব্যবসা বহুগুণ বাড়িয়েছে Xiaomi।
কাউন্টারপয়েন্টের জুন ২০২১-এর রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে Xiaomi স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে ১৭.১ শতাংশ জায়গা দখল করতে পেরেছে। এর পরেই ১৫.৭ শতাংশ জায়গা দখল করে দ্বিতীয় স্থানে রয়েছে Samsung। তার পরে ১৪.৩ শতাংশ জায়গা দখল করে তৃতীয় স্থানে রয়েছে Apple।
আরো পড়ুন :-সম্প্রতি xiaomi বেশ কিছু নতুন মডেল বাজারে আনে যেমন ফ্ল্যাগশিপ Mi 11, Mi 11 ultra। বাজেট ফ্রেন্ডলি এই মডেলগুলি লঞ্চ করায় বিশ্ববাজারে xiaomi- এর স্মার্টফোন বিক্রি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা। অন্য দিকে এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর নড়ে চড়ে বসে Samsung। চলতি আগস্টেই Samsung লঞ্চ করতে চলেছে তাদের fold সিরিজের নয়া স্মার্টফোন। এখন এই fold সিরিজের স্মার্টফোনগুলি বাজারে কী চাহিদা তৈরি করতে পারে সেদিকেই নজর সকলের।