ওয়েবডেস্ক :- বিগ বস ওটিটি (Bigg Boss OTT)আজ থেকে শুরু হতে চলেছে, যা নিয়ে বিগ বসের ভক্তদের মধ্যে অনেক কৌতূহল রয়েছে। বিগ বসের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের রাতের জন্য।বিগ বসে আজ অনেক চমক অপেক্ষা করছে। প্রতিযোগীদের ধামাকাদার এন্ট্রির পাশাপাশি, তারকাদের দুর্দান্ত পারফর্মেন্স দেখা যাবে। এমন পরিস্থিতিতে, ভুট (voot) একটি প্রোমো প্রকাশ করেছে, যাতে মালাইকা অরোরাকে (Bigg Boss-15) -এর মঞ্চে দুর্দান্ত নাচ করতে দেখা যাচ্ছে ।
ভুট(voot)তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে মালাইকা অরোরার (Mlaika Arora )এই নাচের ভিডিও শেয়ার করেছে। মালাইকা অরোরার পারফর্মেন্স দেখার পর ভক্তদের উন্মাদনা আরও বেশি বেড়ে গেছে। ভিডিওতে দেখা যায়, মালাইকা অরোরা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'মিমি' এর 'পরম সুন্দরী' গানের তালে তালে নাচছেন। মালাইকাকে ভিডিওতে গানের হুক স্টেপ করতে দেখা যাচ্ছে । মালাইকা শাড়ি পরে এই সুন্দর নাচ দেখে ভক্তদের হৃদস্পন্দন অবশ্যই বেড়েগেছে।
অন্যদিকে ওটিটিতে এই শোয়ের সঞ্চালক হলেন করণ জোহর (Karan Johar)। শো শুরুর আগেই বিগ বসের ঘর ঘুরে দেখলেন করণ। ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেই ভিডিওর ঝলক। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, করণের জনপ্রিয় ছবি 'কভি খুশি কভি গম'এ জয়া বচ্চনের স্টাইলেই তিনি দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছেন বিগ বসের ঘরে। দর্শকদের সঙ্গে নিয়েই ঘুরে দেখলেন বিগ বসের নতুন ঘরের অন্দরসজ্জা।
বিগ বস ওটিটির গ্র্যান্ড প্রিমিয়ার শো আজ রাত 8 টা থেকে শুরু হচ্ছে । টিভির আগে ওটিটি প্ল্যাটফর্ম ভুট সিলেক্টে শো টি দেখানো হচ্ছে।