Type Here to Get Search Results !

লকডাউনে কাজ বন্ধ থাকার পর সরকারি বাস হাবের কাজ শুরু হলো দ্রুত গতিতে পূর্ব বর্ধমানের ভাতারে


নিজস্ব প্রতিনিধি:- লকডাউনে কাজ বন্ধ থাকার পর পূর্ব বর্ধমানের ভাতারে সরকারি বাস হাবের কাজ শুরু হলো দ্রুত গতিতে। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক হলো বাদশাহী রোড।এই রাস্তায় দিয়ে প্রতিদিন সরকারি বাস চলে প্রায় শতাধিক।উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ।জেলার ভাতার, মঙ্গলকোটের পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ ও মালদহের  মধ্যে এই রাস্তার উপর কোন বাস হল্ট হাব নেই।

আরো পড়ুন :- ফের জঙ্গিহানা হতে পারে কাবুল বিমানবন্দরে,সতর্ক করলেন বাইডেন

তাই বাসযাত্রীদের জন্য ভাতারের মুরাতিপুরে বাদশাহী রোডের পাশেই এসবিএসটিসি বাস হল্ট হাব তৈরির  সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ।বেশ কয়েক মাস আগে এই বাস হল্ট হাবের শিলান্যাস করা হয়।কিন্তু কোভিড আবহ ও লকডাউনের জন্য কাজ থমকে ছিল।কোভিড বিধি শিথিল হতেই এবার জোরকদমে হাবের কাজ শুরু হল মুরাতীপুরে।বাস হল্ট হাবের  কাজ শুরু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad