ওয়েব ডেস্ক :- ফের জঙ্গিহানা হতে পারে কাবুল বিমানবন্দরে (Kabul Airport),সতর্ক করলেন বাইডেন।২ দিনের মধ্যে কাবুলে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করছেন জো বাইডেন। এবারের জঙ্গি হামলায় আমেরিকার সেনা বাহিনীর উপর আঘাত করা হলে পাল্টা স্ট্রাইক হবে, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden)।
বাইডেন বলেন, 'আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে পড়ছে এবং এমনকী কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার সম্ভবনা অত্যন্ত বেশি।' আরও বলেন, 'কমান্ডাররা জানিয়েছিলেন যে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দরে আক্রমণের চূড়ান্ত সতর্কতা রয়েছে।সেনা বাহিনীর সুরক্ষায় সবরকম ব্যবস্থা নেওয়া হবে। আমেরিকার উপর সামান্য আঘাতও মেনে নেওয়া হবে না।'
আরো পড়ুন:- চিনের সঙ্গে বৈঠক পেন্টাগনেরকাবুল বিমানবন্দরের (Kabul Airport) আইএসআইএস-খোরাসান (ISIS-K) জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী হামলায় ১৬৯ জন আফগান বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর বাইডেন হুঁশিয়ারি দিয়েছিলেন ‘কাউকে ছাড়া হবে না, খুঁজে বের করে মারব’। আর তার পাল্টা প্রতিশোধ নিতে, আইএসআইএস-খোরাসান (ISIS-K) জঙ্গি ঘাঁটিতে ড্রোন হামলা করে মার্কিন মুলুক। ধূলিস্মাৎ করে দেওয়া হয় জঙ্গি সংগঠনের গোপন ডেরা।
