Type Here to Get Search Results !

WhatsApp আনছে ডিসঅ্যাপেয়ারিং মোড ফিচার,এক ক্লিকেই ডিলিট হবে সমস্ত চ্যাট


ওয়েব ডেস্ক:- হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ, ছবি, ভিডিয়োর  ফাইল আমাদের ফোনে জমা হয়। ফলে স্টোরেজ ফাঁকা করতে আমাদের আলাদা করে অপ্রয়োজনীয় সমস্ত মেসেজ এবং মিডিয়া ফাইলগুলি ডিলিট করতে হয়, যা অত্যন্ত সময়সাপেক্ষ এবং বিরক্তিকর। গতবছর নভেম্বর মাসে  হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপেয়ারিং মেসেজ (Disappearing Messages) নামে একটি ফিচার যুক্ত করা হয়েছে, যা এনাবেল করা থাকলে সাতদিন পর স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট চ্যাট ডিলিট হয়ে যায়। ইতিমধ্যেই এই ফিচারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

জানাগেছে , অ্যান্ড্রয়েডের লেটেস্ট বিটা ভার্সনে ডিসঅ্যাপেয়ারিং মোড (Disappearing Mode) ফিচারটি টেস্ট করতে দেখা গেছে। ডিসঅ্যাপেয়ারিং মোড হল একটি নতুন প্রাইভেসি সেটিং, যা স্বয়ংক্রিয়ভাবে নতুন চ্যাট গুলিকে ক্ষণস্থায়ী চ্যাটে রূপান্তরিত করবে। যখন ব্যবহারকারী ডিসঅ্যাপেয়ারিং মোড এনাবেল করবেন, তখন তিনি যার সাথে চ্যাট করছেন সেও এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন । ফিচারটি বর্তমানে পরীক্ষা নিরীক্ষার পর্যায় রয়েছে এবং ভবিষ্যতের আপডেটে এই ফিচারটি উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন:- আফগানিস্তান ছাড়া শেষ মার্কিন সেনা ক্রিস ডোনাহুয়ে, জেনে নিন তার পরিচয় 

WhatsApp -এর ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারটি কোনো ডিফল্ট সেটিং নয়, সাধারণ চ্যাট এবং গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এটিকে আলাদা ভাবে অন করতে হয়।এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা একবারেই সমস্ত চ্যাট এবং গ্রুপগুলির জন্য ডিসঅ্যাপেয়ারিং মেসেজ অপসনটি  অন করতে পারবেন, তাদের আলাদা আলাদা করে আর এই কাজটি করতে হবে না। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad