নীলেশ দাস,আসানসোল:- আসানসোলের লেফট ব্যাংকে অবস্থিত ব্যানার্জী বাবা আশ্রম পুনঃ সংস্কার করে রাধা রাসবিহারী মন্দির প্রতিষ্ঠা করা হলো মঙ্গলবার। এদিন মন্দিরের ফিতে কেঁটে মন্দিরের উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং। তৃণমূল নেতা মনোজ তেওয়ারী।
প্রসঙ্গত সোমবার জন্মাষ্টমী ব্রত মহোৎসবে এই মন্দিরে রাধা রাসবিহারীর বিগ্রহ স্থাপন, গোপাল সহস্ত্রনাম, ও নাম কীর্ত্তন সহ ভজন কীর্ত্তন, ভগবত পাঠ এবং মহা অভিষেকের মধ্যামে রাধা রাস বিহারী মন্দির প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করা করা হয়। আর সেখানেই মঙ্গলবার প্রায় হাজার হাজার মানুষের জন্য মহা খিচুড়ি প্রসাদের ব্যাবস্থা করা হয়।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক বিধান উপাধ্যায় নিজের হাতে কালি মন্দির ও রাধা কৃষ্ণের মন্দিরে পুজো দান করেন। পরে তিনি বলেন যেকোনো সময় যেকোন মুহূর্তে এই মন্দির কমিটির পাশে তিনি রয়েছেন। এত সুন্দর ভাবে এই মন্দিরকে সাজানো হয়েছে যা সত্যিই প্রশংসনীয়।
আর এই প্রসঙ্গে এদিন ব্রহ্মচারী প্রভু প্রাণেশ মাধব দাস বলেন এই আশ্রমকে রাধা রাসবিহারী মন্দিরে প্রতিষ্ঠা করা হলো। এই জায়গায় কালি মা রয়েছেন তার পাশেই ঠিক থাকবে রাধা কৃষ্ণ। সোমবার এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আর মঙ্গলবার সাধারণ মানুষের জন্য খিচুড়ি প্রাসাদের আয়োজন করা হয় পাশাপাশি মন্দিরের শুভঃ উদ্বোধন করা হয়।
এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মবিন খান,রামচন্দ্র সাউ,কল্যাণ ঘোষাল,যুব নেতা বিজয় সিং,সন্তোষ গৌড়া,নিমাই রায়,বিল্টু সাউ,রামকুমার মিশ্র সহ প্রকাশ তেওয়ারী আরো অনেকে।
