নীলেশ দাস, আসানসোল:-পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান হওয়ায় খুশি কুলটি এলাকা জুড়ে। পশ্চিম বর্ধমান জেলায় সায়নী ঘোষের হার ভালো ভাবে মানতে পারেনি তৃণমূলের তাবড় নেতৃত্ব।একই ভাবে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের হারের কারণে রুষ্ট হয় তৃণমূলের নেতৃত্বেরা। তাই জেলায় নতুন করে দলকে ঘুরে দাঁড় করাতে দিদির ভরসা এবার পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের নতুন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের উপরে।
আরো পড়ুন:-কুলটি কলেজের ৩৫তম প্রতিষ্ঠা দিবস পালন পতাকা উত্তোলনের মাধ্যমে
সোমবার তৃণমূলের রাজ্য নেতৃত্বে এই বিজ্ঞপ্তি ঘোসনা হওয়ার পর মঙ্গলবার খুশির হাওয়া কুলটি বিধানসভার চিনাকুড়ির তৃণমূল কার্যালয়ে মঙ্গলবার সকাল থেকে শুভেচ্ছার বন্যা শুরু হয়ে যায়। কুলটির প্রাক্তন বিধায়ক তথা সদ্য দায়িত্ব প্রাপ্ত জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্বল চট্টোপাধ্যায় কে সম্বর্ধনা দেওয়ার জন্য তৃণমূলের কর্মী সমর্থকদের লাইন লেগে যায় তৃণমূলের কার্যালয়ে।