নীলেশ দাস ,আসানসোল :-রাজ্য জুড়ে মহিলারা আক্রান্ত হচ্ছে। এই অভিযোগ তুলে আসানসোলের রবীন্দ্রভবনের সামনে আইন অমান্য কর্মসূচি পালন করা হয়। বিজেপি আসানসোল জেলার মহিলা মোর্চার উদ্যোগে এই কর্মসূচি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচি করা হয়। এদিন বিজেপির মহিলা মোর্চার নেত্রী পাপিয়া পাল বলেন, নির্বাচনের পর থেকেই রাজ্য জুড়ে মহিলারা আক্রান্ত হচ্ছে। এমনকি মহিলাদের ধর্ষণও করা হচ্ছে। রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় তারই প্রতিবাদে এদিন বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে আইন অমান্য কর্মসূচি করা হয় বলে জানান তিনি ।
এদিন রবীন্দ্রভবনের সামনে থেকে মিছিল করে আসানসোল মহিলা থানা যাবার পথে পুলিশ ওই মিছিল আটকায়। এরপর রাস্তায় বসে পড়ে, অবরোধ করে বিক্ষোভ দেখায় মহিলা মোর্চার সদস্যারা। অবরোধ চলে প্রায় আধঘন্টা। পরে পুলিশের পক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়, পরে জামিনে মুক্ত করা হয় বলে জানা গিয়েছে।