তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।কাঁকসা বিডিও অফিস সংলগ্ন এস এইচ জি বিল্ডিংয়ে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্তদান শিবিরে এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা স্বেচ্ছায় ৪০ জন রক্ত দাতা রক্ত দান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ - সভাধিপতি সমীর বিশ্বাস, রাজ্য এসসি এবং ওবিসি সেলের সদস্য সুন্দরলাল পাশোয়ান, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য চিন্ময় মন্ডল সহ অন্যান্যরা।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন সোমবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে তারা কাকসা ব্লক এর বিভিন্ন প্রান্তে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলেন এবং বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার তারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন।
আরো পড়ুন :-আদিবাসী নেতা মঙ্গল টুডু জানিয়েছেন আদিবাসীদের মধ্যে রক্ত দেওয়ার বিষয়ে একটা ভয় ছিল সেই ভয়টা কাটিয়ে আজ ৪০ জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ রক্ত দান করেছেন। তাদের আশা আগামী দিনে আদিবাসীদের মধ্যে রক্তদান করার বিষয়ে আগ্রহ আরও বাড়বে।