তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম শ্যামল সূত্রধর। ৫৩ বছর বয়সী শ্যামল সূত্রধর পেশায় একজন কাঠমিস্ত্রি। গত কয়েক বছর ধরে কাঁকসার রাজবাঁধ এলাকার কেনেল পাড়ে বসবাস করতেন। স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।
আরো পড়ুন :-কাঁকসা থানা সূত্রে জানা গেছে সোমবার গভীর রাতে ওই ব্যক্তির ঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কি কারণে তার মৃত্যু হয়েছে তার এখনো সঠিক কারণ জানা যায়নি তবে ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।