নীলেশ দাস,আসানসোল:- ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলো ১২ জন। ঘটিনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ২ নম্বর জাতীয় সড়ক কালী পাহাড়ির কাছে। পুলিশ সূত্রে খবর এদিন একটি মিনিবাস ২ নম্বর জাতীয় সড়ক ধরে যাবার সময় কালী পাহাড়ির কাছে একটি তেল ভর্তি ট্যাঙ্কার একটি যাত্রীবাহী মিনিবাসকে ধাক্কা মারে।
এই এঘটনার জেরে আহত হয় বাসে থাকে ১২ জন যাত্রী। এদিকে এই দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয় ২ নম্বর জাতীয় সড়ক জুড়ে। পরে ঘটনাস্থলে এসে পৌছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরে পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৯ জনকে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি জানা গেছে দুর্ঘটনা গ্রস্থ ওই ট্যাঙ্কার ও মিনিবাসটিকে আটক করেছে পুলিশ।
