![]() |
ওয়েবডেস্ক:- ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল (Kabul)। এই হামলায় এখনও পর্যন্ত এক জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি কাবুল বিমানবন্দরে (Kabul Airport) ঢোকার মুখে এক সুইসাইড বোম্বারকে হত্যা করেছে আমেরিকার বাহিনী।
সূত্রের খবর, আমেরিকার ড্রোন হামলার বদলা নিতে সম্ভবত পাল্টা রকেট হামলা চালায় ইসলামিক স্টেট-খোরাসান। মার্কিন নাগরিকদের লক্ষ্য করেই ওই রকেট হামলা চলে। এই হামলার খবর স্থানীয় এক সাংবাদিক টুইট করে জানান।ওই টুইটেই তিনি বলেন কাবুল শহরে এদিন বিকালেই একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এমনকী একটি ভিডিও তিনি পোস্ট করেছেন ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল কাবুলের বিমানবন্দর এলাকা। ঠিক তার চারদিনের মাথায় ফের একবার কেঁপে উঠল সেই বিমানবন্দর এলাকাই।তবে হামলার দায় এখনও কোনও জঙ্গি গোষ্ঠী স্বীকার করা হয়নি বলেই জানা যাচ্ছে। তবে যে বিস্ফোরণের পিছনেও আইএসআইএস খোরসানের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
