নীলেশ দাস আসানসোল :- তৃণমূল কংগ্রেসের এক নতুন কার্যালয় উদ্বোধন হলো শুক্রবার। এদিন সালানপুরের আছড়া পঞ্চায়েত এলাকায় কংগ্রেসের একটি কার্যালয়কে পরিবর্তন করে উদ্বোধন করা হলো তৃণমূল কংগ্রেসের কার্যালয় হিসাবে। আর এদিনের এই উদ্বোধনী কার্যালয়ের উপস্থিত ছিলেন বারাবনির যুব তৃণমূল নেতা মুকুল উপাধ্যায়, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, জেলা পরিষদের কর্মাধক্ষ্য মোহাম্মদ আরমান।
সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ অন্যান্য তৃণমূল নেতারা। এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও ফিতে কেটে এই কার্যালয়টির উদ্বোধন করেন তৃণমূল নেতা মুকুল উপাধ্যায়। পরে ওই এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি তপন তেওয়ারী বলেন এক সময় এলাকায় সিপিএমের আতঙ্কে দিন কাটাত মানুষ। সেই সময় আমরা কংগ্রেস করতাম। কিন্তু এখন এলাকায় কংগ্রেসের কোন অস্তিত্ব নেই তাই কার্যালয়টি আমরা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পরিবর্তন করলাম। পাশাপাশি তিনি আরো বলেন এলাকায় এই কার্যালয়টি চালু হওয়ায় এলাকার মানুষের বহু সুবিধা হবে। তারা তাদের সুবিধা অসুবিধা কথা জানাতে পারবে এই কার্যালয়ে।