নীলেশ দাস,আসানসোল:-সামনেই আমাদের দেশের স্বাধীনতা দিবস। আর সেই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশে চলছে কড়া নিরাপত্তা। আমাদের রাজ্যর পশ্চিমবঙ্গেরও বিভিন্ন প্রান্তে চলছে নাকা চেকিং। আর তা থেকে বাদ পড়েনি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চল। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস উৎযাপন যাতে সুস্থ ভাবে সম্পন্ন হয় সেই লক্ষেই কড়া নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশের সাথে আসানসোল ও আসানসোল পার্শ্ববর্তী এলাকায় চলছে পুলিশের তল্লাশি। বিশেষ করে সীমান্ত বর্তি এলাকা গুলিতে চলছে নাকা চেকিং।
জানা গেছে নাশকতা এড়াতেই চলছে এই চেকিং ও সাথে চলছে তল্লাশিও। ইতিমধ্যে দেশের বেশ কিছু শহর কে চিহ্নিত করে আগে থেকে সতর্ক করে দিয়েছে কেন্দ্র। আর তার পরই নাশকতা আটকাবার জন্য চলছে নাকা চেকিং সাথে চলছে তল্লাশিও। আর তারই অঙ্গ হিসাবে শুক্রবার আসানসোল রেল স্টেশনে করা হলো চেকিং। এদিন আসানসোলের এক আর পি এফ আধিকারিক বলেন, আর পি এফ ও জি আর পি নাশকতা এড়াতে যৌথ ভাবে কাজ করছে আসানসোল রেল স্টেশনে। যাতে স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তায় কোনো রকম ফাঁক না থেকে যায়। এদিন আর পি এফের সাথে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত স্নাইপার ডগকেও দেখা যায় এই কাজে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্টেশনে আসা সমস্ত যাত্রীর ব্যাগ, পার্সেলের পাশাপাশি তল্লাশি চালানো হয় যাত্রীদেরও।