নীলেশ দাস,আসানসোল :-পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে বিতর্কে জড়ালো তৃণমূলের অঞ্চল সভাপতি। এইরকমই ঘটনা ঘটলো তপশী গ্রাম পঞ্চায়েতে। তপশী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত গোপ বলেন,গতকাল অর্থাৎ মঙ্গলবার অফিসে অনেক স্থানীয় লোক এসেছিলেন,এখন দুয়ারে সরকার প্রচুর ভিড় হচ্ছে অফিসে। যেহেতু দুটো বেজে যাওয়ার জন্যে আমি বাড়িতে খাবার খেতে যাই,পুনরায় আবার খাবার খেয়ে আসার পর অফিসেই ছিলাম। তবে এই বিষয়ে আমি জানতাম না,সন্ধে দিকে সবাই ফোন করতে থাকে। এইরকম একটা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেও যদি আমার অবর্তমানে বসে থাকে তাহলে আমি কিছু বলতে পারবো না।যা সিদ্ধান্ত দল এবং প্রশাসন নেবে বলে জানান।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বলেন,কালকে আমরা পঞ্চায়েত অফিস গিয়েছিলাম জরুরী বিষয় নিয়ে একটি আলোচনা সভা ছিলো। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে লিমিটেড চেয়ার ছিলো,সেখানে আমাকে বসতে বলা হয়।পঞ্চায়েত প্রধানের চেয়ারে আমি বসিনি। তার পাশের চেয়ারে বসেছিলাম। কিন্তু যে অভিযোগ করেছে সে ভুল অভিযোগ করেছে বলে জানায়।
অন্যদিকে উপপ্রধান দুলাল মাজি জানান,কিছু কাজের জন্যে পার্টির ছেলেরা গিয়েছিল এবং আমিও ঐখানে ছিলাম। প্রধানের চেয়ারের পাশে অন্য চেয়ারেই বসে ছিল রাজু মুখার্জি,তাঁকে মিথ্যাই অভিযুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চায়েত উপপ্রধান।