আসামের ২৩ বছর বয়সী লাভলিনা তৃতীয় ভারতীয় খেলোয়াড় যিনি বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।লাভলিনা চিনের নিন-চিন চেনকে ৪-১ এ পরাজিত করে সেমিফাইনালে তার স্থান নিশ্চিত করেছিলেন।অলিম্পিকে ভারত ৯ বছর পর বক্সিংয়ে পদক পেল। এর আগে অলিম্পিকে ২০১২ সালে মেরি কম লন্ডন অলিম্পিকে ভারতকে একটি পদক দিয়েছিলেন।
Well fought @LovlinaBorgohai! Her success in the boxing ring inspires several Indians. Her tenacity and determination are admirable. Congratulations to her on winning the Bronze. Best wishes for her future endeavours. #Tokyo2020
— Narendra Modi (@narendramodi) August 4, 2021
লাভলিনা বিখ্যাত বক্সার মোহাম্মদ আলীর ভক্ত ছিলেন। এছাড়া তিনি মাইক টাইসনের ভক্তও ছিলেন। এর আগে, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম ৫১ কেজি বিভাগে কলম্বিয়ার ইঙ্গ্রিট ভ্যালেন্সিয়ার তৃতীয় বাছাইয়ের কাছে পরাজিত হয়ে অলিম্পিকে তার যাত্রা শেষ করেন। লভলিনা বক্সিংয়ে পদক পেয়ে মেরি কমকে শ্রদ্ধা জানিয়েছেন।অলিম্পিকে ভারতীয় বক্সিংয়ের ইতিহাসে বিজেন্দ্র সিং ও মেরি কমের পর আবার পদক জয় করলেন লভলিনা। জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন সকলে।