Type Here to Get Search Results !

নিয়োগের দাবীতে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল টেট কোয়ালিফায়েড চাকরি প্রার্থীরা


নিজস্ব প্রতিনিধি:-নিয়োগের দাবীতে পূর্ব বর্ধমানে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল প্রাইমারি টেট কোয়ালিফায়েড চাকরি প্রার্থীরা। ২০১৪ সালে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা,প্রাইমারি টেট কয়ালিফায়েড ট্রেইন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেট একতা মঞ্চের ছাতার তলায় তারা আজ বর্ধমান কার্জনগেট চত্ত্বরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা জানান, ২০২০ সালে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছিলেন, ২০১৪ সালের কুড়ি হাজার টেট পাশ প্রার্থীকে প্রথমে ১৬৫০০ পরে বাকিদের  দফায় দফায় নিয়োগ করবে রাজ্য সরকার। 

আরো পড়ুন:- বর্ধমানে ড্রেন থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য 

কিন্তু ১২৫০০ জন নিয়োগের পর বাকিদের নিয়োগ করা হচ্ছেনা বলে অভিযোগ করেন চাকরিপ্রার্থীরা। তারা জানান, বাকিদের নিয়োগের দাবিতে ইতিমধ্যেই তারা শিক্ষামন্ত্রীকে গনটুইট করেছেন। ইমেল ও গণসাক্ষর কর্মসূচিও নেওয়া হয়েছে। কিন্তু তাতে কোনো সুরাহা না হয়নি। আজ তাদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতেই আজ এই আন্দোলন বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যেই এনিয়ে পর্ষদ কর্তাদের কাছেও আবেদন নিবেদন করছেন তারা। তাদের আরও অভিযোগ তাদের নন ইনক্লুডেড করে রাখা হয়েছে। অতি সত্ত্বর তাদের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক দাবি আন্দোলনকারিদের।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad