Type Here to Get Search Results !

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (NDA) প্রবেশিকা পরীক্ষায় মেয়েদের বসতে অনুমতি সুপ্রিম কোর্টের


ওয়েব ডেস্ক :- সুপ্রিম কোর্ট বুধবার একটি অন্তর্বর্তীকালীন আদেশে মহিলাদের  ৫ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি (NDA) পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে এবং 'লিঙ্গ বৈষম্য' ভিত্তিক সিদ্ধান্তের জন্য ভারতীয় সেনাবাহিনীর নিন্দাও করেছে। কো-এডুকেশনে সেনার কী আপত্তি তা জানতে চেয়েছে আদালত।

বিচারপতি কিষাণ কৌল ও হৃষিকেশ রায়ের এজলাসে এদিন ওই মামলার শুনানি ছিল। সেখানেই ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষায় এবার মহিলাদের বসার অন্তর্বতী আদেশ দিয়েছে শীর্ষ আদালত।নির্দেশিকায় উল্লেখ করা হয় ,এনডিএ-তে প্রবেশের ক্ষেত্রে পরীক্ষায় ফলাফলই চূড়ান্ত। এর আগে সুপ্রিম কোর্ট রায় দেয় যে, সেনার কমব্যাট উইং ফোর্সেও পুরুষদের মতই মহিলারাও কাজ করতে পারবে। বিচারপতি চন্দ্রচূড়ের এই নির্দেশের উল্লেখ করে বিচারপতি কৌল।রায় কার্যকর করতে ইউপিএসসি-কে বিজ্ঞপ্তি জারিরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে, যেসব মহিলা সেনাবাহিনীতে ১৪ বছরের বেশি কাজ করছে তাদের স্থায়ী কমিশনের আওতায় আনতে হবে। কোনও মতেই লিঙ্গ বৈষম্য মানা যাবে না বলে জানায় শীর্ষ আদালত। 

আরো পড়ুন:-সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় মুক্ত শশী থারুর 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad