তনুশ্রী চৌধুরী,পানাগড়:- কোলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে বৃহস্পতিবার পানাগড়ে দলীয় কর্মীদের সাথে সাক্ষাৎ করলেন তৃণমূলের হিন্দি প্রকোস্ট সংগঠনের রাজ্য সভাপতি তথা বিধায়ক বিবেক গুপ্তা।এদিন তাকে পনাগড় বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে তাঁকে সম্বর্ধনা জানান তৃণমূলের হিন্দি প্রকোস্ট সংগঠনের ব্লক সভাপতি কুলদীপ সিং।বিবেক গুপ্তা ছাড়াও ছিলেন হিন্দি প্রকোস্ট সংগঠনের সহ সভাপতি মনোজ যাদব,পশ্চিম বর্ধমান জেলার হিন্দি প্রকোস্ট সংগঠনের জেলা সভাপতি সিন্টু ভূঁইয়া।এদিন তাঁদের সকলকে সম্বর্ধনা জানানো হয়।
তাদের সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা যুব কমিটির সদস্য সন্দীপ মহল,কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য অজয় মজুমদার,কাঞ্চন লায়েক,হিন্দি প্রকোস্ট সংগঠনের কাঁকসা অঞ্চল সভাপতি দীনেশ ঠাকুর,আমলা জোড়া অঞ্চলের সভাপতি রাম বাহাদুর,কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবযানী মিত্র ও গৌতম বাউড়ি সহ তৃণমূল কর্মী জয়ব্রত বৈদ্য,ভলু বিশ্বকর্মা সহ অন্যান্যরা।
বিবেক গুপ্তা জানিয়েছেন লকডাউনের জন্য লরির মালিকদের যে ক্ষতি হয়েছে সেই কথা মাথায় রেখে মমতা বন্দোপাধ্যায় ৩১শে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স এবং পারমিট মকুব করেছেন তার সাথে প্রায় ৫%করে লরির লোড বাড়ানো হয়েছে সেই কথা এদিন পনাগড়ে এসে বলেন বিবেক গুপ্তা।