স্বাধীনতা দিবসে বাইকে করে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে ২ নম্বর জাতীয় সড়কে দূর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। মৃত যুবকের নাম সেখ সাহনাজ।
জানা গেছে ডানকুনির বাসিন্দা সাত যুবক তিনটি বাইক নিয়ে ডানকুনি থেকে গুড়াপের দিকে একটি হোটেলে খাবার খেতে আসছিল। এদের মধ্যে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গুড়াপ এলাকায় একটি চারচাকা গাড়ির পিছনে ধাক্কা মারে। গাড়িটিতে সেখ সাহনাজ ও আশিকুল শেখ দুজনে ছিল। দুজনকে গুড়াপ থানার পুলিশ গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। বর্ধমান হাসপাতালে নিয়ে এলে সেখ শাহনাজকে(২৫) মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। অপর এক বাইক আরোহী আশিকুল শেখ গুরুতর জখম অবস্থায় বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।