নিজস্ব প্রতিনিধি:- বর্ধমান পৌরসভায় পৌর প্রশাসক মন্ডলীতে আইনুল হকের নাম ঘোষণা হওয়ার পরই বিক্ষোভ শুরু বর্ধমান পৌরসভায়। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক আব্দুল রবের নেতৃত্বে পৌরসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো তৃণমূল কর্মী। তাদের দাবি অবিলম্বে আইনুল হক কে পৌর প্রসাশক বোর্ড থেকে সরাতে হবে। এই দাবিতে চলে স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা, চলে বিক্ষোভ।
আব্দুল রব বলেন, এটা কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। পৌর প্রসাশক মন্ডলিতে আইনুল হকের নাম থাকার বিরোধিতা করে তিনি বলেন, এই আইনুল হক বাম জমানায় দীর্ঘদিন পৌরসভার চেয়ারম্যান ছিল। সে সময় তিনি যেভাবে আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছেন এবং স্বজন পোষণ করে পৌরসভা চালিয়েছে, দলের দুর্দিনে থাকা কর্মীরা আইনুল হক কে পৌরসভায় কোন পদে মেনে নিতে পারবে না বলেই আজ এই বিক্ষোভ। আইনুল হক তো এখন তৃণমূলেরই নেতা এবং দল তাকে এই পদে বসিয়েছে তাহলে কেন এই প্রতিবাদ এই প্রশ্নের উত্তরে আব্দুল রব বলেন, দলের নীচু স্তরের এই ক্ষোভের কথা উচ্চ নেতৃত্ত্বর কাছে পৌছানোর জন্যই এই আন্দোলন।