নিজস্ব প্রতিনিধি:- পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া শাশুড়ি খুনের অভিযুক্তকে জীবনের বাজি রেখে ধরলেন সিভিক ভলেন্টিয়ার্স । প্রশংসার জোয়ার পূর্ব বর্ধমানের ভাতারে।
উল্লেখ্য, ভাতারের মাহাতা গ্রামে লীলা আগরওয়াল নামে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ খুনে অভিযুক্ত জামাই প্রসেনজিৎ দলুইকে গ্রেপ্তার করে। বিচারক ধৃত প্রসেনজিৎ দোলুইকে ৫ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবার সকাল দশটার সময় অভিযুক্ত প্রসেনজিৎ দলুইকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছিল ভাতার স্টেট জেনারেল হাসপাতালে।
স্বাস্থ্য পরীক্ষা করে ধৃতকে গাড়িতে তোলার সময় পুলিশকে জোরধাক্কা মেরে পালায় প্রসেনজিৎ। এরপরই কর্মরত সিভিক ভলেন্টিয়ার মিঠুন চন্দ্র সাঁতরা ধৃতের পিছনে ধাওয়া করে। এরপরই প্রায় তিন কিলোমিটার দূরে ভাতারের কাটার গ্রামের মাঠে পোল্ট্রি ফার্মের কাছে ধৃতকে ধরে ফেলে ওই সিভিক ভলেন্টিয়ার্স । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আরো পড়ুন:- পাঁচ সদস্যের কমিটি নিয়ে গঠিত হল বর্ধমান পৌরসভার প্রশাসক মণ্ডলী
তবে সিভিক ভলেন্টিয়ার্সের তৎপরতায় এবং জীবনের বাজি রেখে খুনে অভিযুক্তকে কয়েক ঘণ্টার মধ্যে ধরে সাহসিকতার পরিচয় দিয়েছে । তার এই অসীম সাহসিকতার প্রশংসা করেছেন অনেকেই। ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায় জানান, আসামির বিরুদ্ধে পালানোর চেষ্টার অভিযোগে একটি কেস করা হয়েছে।