Type Here to Get Search Results !

শ্রীনগর থেকে প্রায় ৮১৫ কিলোমিটার পায়ে হেঁটে দিল্লি এলেন মোদী ভক্ত


ওয়েব ডেস্ক:- উদ্দেশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করা। যদি তাহলে একবার তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া যায়। ফাহিম নাজির শাহ শ্রীনগর থেকে দিল্লি হেঁটে যাচ্ছেন, এই আশায় যে তার প্রায় ৮১৫ কিলোমিটার যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করবে এবং তিনি তার সাথে দেখা করার সুযোগ পাবেন।

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পার্টটাইম ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করা ২৮ বছর বয়সী এই যুবক বলেন, "আমি প্রধানমন্ত্রী মোদির খুব বড় ভক্ত," প্রায় ২০০ কিলোমিটার হেঁটে রোববার উধমপুর পৌঁছানোর সময় তিনি বলেন।দুদিন আগে শুরু হওয়া তার যাত্রায় অল্প বিরতি নিয়ে, শ্রীনগরের শালিমার এলাকার বাসিন্দা  শাহ বিশ্বাস করেন যে এই কঠিন যাত্রার শেষে তার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার স্বপ্ন পূরণ হবে।


তিনি বলেন আমি তাঁর (Modi) সঙ্গে দেখা করতে পায়ে হেঁটে দিল্লি যাচ্ছি এবং আমি আশা করি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আমার স্বপ্ন।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার তার আগের প্রচেষ্টা সফল হয়নি।

বিগত চার বছর ধরে সোশ্যাল মিডিয়ায় মোদীকে ফলো করছেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তৃতা তাঁকে মুগ্ধ করে বলেই দাবি ফাহিমের। তিনি বলেন, “এক সময় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময়ে ‘আজান’-এর সুর কানে আসতেই তিনি থেমে যান।যা জনসাধারণকে হতবাক করে। প্রধানমন্ত্রীর সেই ভাবনা আমার হৃদয় স্পর্শ করেছিল এবং তারপরেই মোদীর বড় ভক্ত হয়ে উঠি।” 

আরো পড়ুন:- আফগানিস্তান ইস্যুতে চিন্তিত ব্রিটেন, জরুরি ভিত্তিতে জি ৭ বৈঠকের ডাক

শাহ বলেন যে গত আড়াই বছরে তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু দেখা করতে পারেন নি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর শেষ কাশ্মীর সফরের সময় নিরাপত্তা কর্মীরা তাকে তার সঙ্গে দেখা করতে দেয়নি।এবার তিনি আশাবাদী যে এইবার তিনি নিশ্চিত  প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাবেন বলে।

তিনি বলেন,জম্মু -কাশ্মীরের অবস্থার পরিবর্তন হচ্ছে, উন্নয়ন কার্যক্রম ভালো গতিতে হচ্ছে ।শাহ বলেন, তিনি শিক্ষিত ও বেকার যুবকদের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শিল্প খাতের উন্নয়ন করতে চান।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad