Type Here to Get Search Results !

তালিবানি কবজায় থাকা আফগানিস্তান নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে ফোনে কথা মোদির


ওয়েব ডেস্ক:- আফগানিস্তানের পরিস্থিতি (Afghanistan Crisis) নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল (Angel Markel)ফোনে কথা বলেছেন। সোমবার সন্ধ্যে বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয়।আলোচনার সময় দুই রাষ্ট্রপ্রধান আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ট্যুইট করে সেকথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।এক ট্যুইট বার্তায় এদিন মোদি জানিয়েছেন,কাবুল পতনের পর আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে এই দিন দুই পক্ষের রাষ্ট্রনেতা-নেত্রীর মধ্যে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে । 

কাবুলে  তালিবান ক্ষমতা দখলের সঙ্গে শুধুমাত্র ভারত কিংবা দক্ষিণ এশিয়ায় নয়, গোটা বিশ্বের কাছে নিরাপত্তা একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পূর্বে ভারতের মতই একাধিক সন্ত্রাসী হামলার শিকার হতে হয়েছে জার্মানিকে।  তাই স্বাভাবিকভাবেই আফগানিস্তানের তালিবানের উত্থান যথেষ্টই চিন্তা বাড়িয়েছে বার্লিনের। তাই স্বাভাবিক ভাবেই আফগানিস্তান পরিস্থিতি মোকাবেলায় আগামী দিনে ভারতকে পাশে চাইছে বার্লিন। এমনটাই মনে করছেন কূটনৈতিক মহল।

আরো পড়ুন :- পুলিশের চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য আসানসোলে

মোদি নিজের ট্যুইটে জানিয়েছেন যে এই দিনে জার্মানি-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে। তালিবানের দখলে থাকা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে যখন বিশ্বের বিভিন্ন দিকে কার্যত কূটনৈতিক তোলপাড় শুরু হয়েছে সেই জায়গা থেকে ভারত ও জার্মানির মতো দুই দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে এমন আলোচনা রীতিমতো তাৎপর্যপূর্ণ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad