Type Here to Get Search Results !

জামালপুরে বৃদ্ধার মৃত্যু


নিজস্ব প্রতিনিধি :-হাসপাতাল নয়,সাত দিন ধরে বাড়িতে রেখেই চলছিল জ্বরে আক্রান্ত বৃদ্ধার চিকিৎসা।তাতে সুস্থ হয়ে ওঠা তো দূরের কথা উল্টে আরো আরো গুরুতর অসুস্থ হয়ে পড়েন পূর্ব বর্ধমানের রায়নার উচিৎপুর গ্রামের ওই বৃদ্ধা।বুধবার দুপুর থেকে জ্বরের সঙ্গে তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। এরপর গ্রামের চিকিৎসকের ওপরে আর ভরসা না রেখে পরিবারের লোকজন বুধবার  সন্ধায় তাঁকে  ভর্তি করেন জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। তাঁর অ্যান্টিজেন টেস্ট হতেই ’করোনা পজিটিভ’ রিপোর্ট আসে। করোনার চিকিৎসার জন্য বৃদ্ধাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও শেষ রক্ষা হয়নি। ভর্তির পর ঘন্টা খানেকের মধ্যেই স্বাস্থ্য কেন্দ্রেই বৃদ্ধা মৃত্যু হয়।   

মৃতার ছেলে দেবীপ্রসাদ যশ বলেন,সাত দিন ধরে তাঁর মা জ্বরে ভুগছিলেন।স্থানীয় সাঁকটিয়া এলাকার একজন চিকিৎসক তাঁর মায়ের চিকিৎসা করছিলেন। ওষুধ খেলেও জ্বর আসছিল, আবার ছেড়ে যাচ্ছিল। ওই চিকিৎসকের কথা মতো মঙ্গলবার জামালপুর স্বাস্থ্য কেন্দ্র  তাঁর মায়ের মালেরিয়া ও টাইফয়েডের পরীক্ষা করান। করোনা আক্রান্ত হওয়ার কারণে মায়ের জ্বর হয়ে থাকতে পারে এমন কথা ওই চিকিৎসক কিছু বলেন নি বলে অভিযোগ।দেবীপ্রসাদবাবু বলেন, দুপুরের পর থেকে তার মায়ের জ্বর বাড়ার পাশাপাশি শ্বাসকষ্টও খুব বেড়ে যায়। সন্ধ্যায় মাকে ভর্তি করেন। অক্সিজেন দিয়ে মায়ের চিকিৎসা শুরু হয়। একই সঙ্গে চিকিৎসকরা তাঁর মায়ের অ্যান্টিজেন টেষ্টও করান । তখনই ধরা পড়ে তাঁর মা করোনা আক্রান্ত হয়েছেন । করোনার চিকিৎসার জন্য তাঁর মাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয় । অ্যাম্বুলেন্স আসার আগেই তাঁর মায়ের মৃত্যু হয়। 

বিএমওএইচ ঋত্বিক ঘোষ বলেন ,পরিবারের লোকজন বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করার পর তাঁর উপশম দেখেই চিকিৎসকরা অ্যান্টিজেন টেষ্ট করান ।তখনই তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে । তাঁকে বর্ধমান হাসপাতালে রেফার করা হলেও অ্যাম্বুলেন্স আসার আগেই বৃদ্ধা মারা যান। করোনা বিধি মেনে বৃদ্ধার দেহ সৎকারের করা হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad