তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মঙ্গলবার সকাল থেকে কাঁকসার গোপালপুর জুনিয়ার হাই স্কুল প্রাঙ্গণে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। সেই শিবিরে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামগুলি থেকে সাধারণ মানুষ ভিড় জমান। দুয়ারের সরকার শিবিরে সমস্ত প্রকল্পের সুবিধার জন্য কাউন্টার খোলা হলেও লক্ষীর ভান্ডার প্রকল্পের কাউন্টারে করোনার স্বাস্থ্যবিধি না মেনেই উপচে পড়ে মহিলাদের ভিড়।
আরো পড়ুন:- সালানপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো নবনির্বাচিত জেলা তৃণমূল সভাপতি কে
খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় এবং কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গ্রহ সাধারণ মানুষদের সচেতন করলেও সাধারণ মানুষের উৎসাহের কাছে কার্যত নিরব প্রশাসন। এমনটাই স্বীকার করলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য রমেন্দ্রনাথ মন্ডল।