নীলেশ দাস.আসানসোল:- এক অন্য চিত্র দেখা গেলো কুলটি এলাকায়। তৃণমূলের কুলটি ব্লক সভাপতি বিমান আচার্য্যকে,তিনি অটোতে করেই বিভিন্ন কর্মসূচি করে বেড়ায়। যদিও তাকে জিজ্ঞাস করলে তিনি বলেন আমার বড়ো গাড়িতে ঘোরার অভ্যাস নেই।
তাই বৃহস্পতিবার অভিষেক বানার্জি ও তৃণমূল ব্লক সভাপতির নির্দেশে একশো পরিবারকে ত্রিপল বিতরণ করে। আসানসোল পৌরনিগমের অন্তর্ভুক্ত ১০৫ ও ১০৬ নম্বর ওয়ার্ডে ত্রিপল বিতরণ করেন। কুলটির শীতলপুর এলাকায় যে সমস্ত অসহায় মানুষ যাদের বাড়ি থেকে বৃষ্টির জল পড়ে তাদেরকে এদিন ট্রিপল বিতরণ করা হয়।
এদিন চৈতি ভট্টাচার্য জানান,অনেকদিন ধরে এই কর্মসূচিটা আমরা ঠিক করে রেখেছিলাম,অভিষেক বানার্জির নির্দেশে এবং কুলটি ব্লক সভাপতি বিমান আচার্য্যর নেতৃত্বে ১০০ ত্রিপল বিতরণ করলাম,১০৫ এবং ১০৬ নম্বর ওয়ার্ডে। তবে আগামী দিনে আরো ত্রিপল বিতরণ করার আছে। যে সমস্ত মানুষ যাদের বাড়ি থেকে বৃষ্টির জল পড়ছে তাদের বাড়ি গিয়ে সবকিছু দেখার পর তাদেরকে দেওয়া হবে বলে জানান।
আরো পড়ুন :-অন্যদিকে কুলটির তৃণমূল ব্লক সভাপতি বিমান আচার্য্য কে জিজ্ঞাস করলে,অনেক তৃণমূল নেতৃত্ব রয়েছে যারা একটু কাজের জন্যেও বড়ো বড়ো গাড়ি করে যায়। আপনি বড়ো গাড়ির জায়গায় অটোতে করে বিভিন্ন জায়গায় কাজ করে বেড়ান কেনো। তার বক্তব্য, আমার বড়ো গাড়িতে করে ঘুরে বেড়ানোর অভ্যেস নেই। আমি অটোতে করে ঘুরে বেড়াতে ভালোবাসি,তাই অটো নিয়েই বিভিন্ন কর্মসূচি করে বেড়ায় বলে জানান তিনি।