নীলেশ দাস, আসানসোল :- জন্মাষ্টমীর দিন আসানসোল রবীন্দ্র নগর উন্নয়ন সমিতির খুঁটিপুজো অনুষ্ঠিত হলো এদিন। এদিনের এই খুঁটি পুজোর শুভ সূচনা করেন তৃণমূল সংগঠন আই এন টি টি ইউ সির সভাপতি অভিজিৎ ঘটক। প্রসঙ্গত এ বছর ৫৫ তম বছরে পর্দাপণ করলো আসানসোল উন্নয়ন সমিতির এই পূজা।
এদিন রবীন্দ্র নগর উন্নয়ন সমিতির সভাপতি সোমনাথ বিসওয়াল জানান,এবছরের পুজো ৫৫ তম পদার্পণ করলো। খুঁটি পুজোর মাধ্যমে পুজোর সূচনা করা হলো। এবছর থিম সাবেকিয়ানা, কুমোরটুলির প্রতিমা থাকছে। তবে কোভিড বিধি মেনেই পুজো করা হবে। এবছর কোভিডের কারণে সেইরকম জাকজমোক করা হবে না। সাবেকিয়ানা মধ্যে পড়ার সবাইকে নিয়ে এই পুজো করছি বলে জানান।
