নীলেশ দাস আসানসোল:- আসানসোল পৌরনিগমের ১০৬ টি ওয়ার্ডে একটি করে ভ্যাকসিন সেন্টার করতে হবে।আসানসোল গোধূলি মোড়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানান আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।বুধবার তিনি এই সাংবাদিক বৈঠক করেছেন।
আরো পড়ুন :-এদিনের সাংবাদিক বৈঠকে আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন কেন্দ্র সরকার রাজ্যে ভ্যাকসিন পাঠাচ্ছে, কিন্তু মানুষ ঠিকমতো ভ্যাকসিন পাচ্ছেন না।কোলকাতা পৌরসভা ভ্যাকসিন দেওয়াতে অনকেটা এগিয়ে রয়েছে তাহলে আসানসোল পৌরনিগম ভ্যাকসিনে কেন পিছিয়ে রয়েছে।তাই অবিলম্বে আসানসোল পৌরনিগমের ১০৬ টি ওয়ার্ডেই একটি করে ভ্যাকসিন সেন্টার চালু করতে হবে এবং মানুষেরা যেন ঠিকমতো ভ্যাকসিন পায় তার ব্যবস্থা করতে হবে।