নিজস্ব প্রতিনিধি:- বর্ধমান মেডিকেল কলেজে ছাত্রর অস্বাভাবিক মৃত্যুর রহস্যে তদন্তে এলেন ফরেনসিক দল। বৃহস্পতিবার প্রায় ২.২৫ মিনিট নাগাদ মেডিকেল কলেজের ৩নং বয়েজ হোস্টেলে যান তারা।সেখানে প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর তারা ৩নং বয়েজ হোস্টেলের তিন তলা বারান্দা থেকে খরের তৈরি একটি ডামিকে বেশ কয়েক বার নিচে ফেলা হয়।তদন্তের সার্থে ঘটনা স্থল খুঁটিয়ে দেখার পাশাপাশি নমুনা সংগ্রহ করেন ফরেনসিক দলের প্রতিনিধিরা।
উল্লেখ্য, মঙ্গলবার রাত প্রায় আড়াইটে নাগাদ। বর্ধমান মেডিকেল কলেজের সার্জারি হাউজ স্টাফ ছাত্রের রহস্যমৃত্যু হয়। মৃতের নাম শেখ মোবারক হোসেন, পূর্ব বর্ধমানের নাদনঘাটের বাসিন্দা ।মৃতর বাবা শেখ হাফিজুল ইসলাম বলেন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানান তাদের ছেলে সিরিয়াস অবস্থা। তারা এসে দেখেন ছেলে মৃত। তাদের সন্দেহ তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন শেখ হাফিজুল । তার দেহে ছেচড়ে নেবার চিহ্ন দেখার দাবি জানান শেখ মোবারক হোসেনর বাবার।এ মাসের ১৫ আগস্ট কাউন্সেলিং এর পর তার হাউসস্টাফ হিসেবে জয়েনের কথা।
তদন্ত চলছে,অনেক কিছু স্টাডি করতে হবে। এবং পোস্টম্যটমের রিপোর্ট দেখতে হবে।তদন্তের সার্থে এখনি কিছু বলাযাবে না বলে বলেন এসিস্টেন্ট ডিরেক্টর এফ এস এল ডক্টর চিত্রাক সরকার।