এই ব্যাপারে স্থানীয়দের হয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ময়রা কোলিয়ারির তৃণমূলের শাখা সেক্রেটারি সুব্রত দাস জানান ,এই এলাকার মানুষ এতদিন যেভাবে ইসিএলের তরফে জল ও বিদ্যুৎ পেয়েছে সেটা যেন বজায় থাকে, নইলে এলাকায় অশান্তি বাড়বে,বাড়বে অসামাজিক কার্যকলাপ। তাই এলাকায় শান্তি রক্ষার্থে ময়রা কোলিয়ারির তৃণমূলের তরফে ইসিএলের কাছে একটা স্মারকলিপিও দেওয়া হয় ।
ইসিএল এলাকায় ইসিএলের জায়গায় ইসিএলের কর্মী ছাড়াও বহু মানুষ বসবাস করে আসছেন । কিন্তু ইদানীং ইসিএলের বিদ্যুৎ অবৈধভাবে যারা সংযোগ নিয়েছেন সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিয়েছে ইসিএল । ঠিক এ রকমই সোমবার অন্ডালের মইরা কোলিয়ারি এলাকায় যারা ইসিএলের বিদ্যুৎ অবৈধভাবে সংযোগ করেছেন সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ইসিএল পদক্ষেপ নেয় ।
আরো পড়ুন:- ভাতারে সেনা জওয়ানের বাড়িতে চুরির ঘটনায় ৩ জন কে গ্রেপ্তার করলো পুলিশ
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ইসিএলের আধিকারিকরা এলে তাঁদের বাধা দেয় স্থানীয় বাসিন্দারা । স্থানীয়দের বাধার সম্মুখীন হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে ফিরে যায় ইসিএলের আধিকারিকরা। এ ব্যাপারে ইসিএলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।